যানজট নিরসনে চট্টগ্রামের হাটহাজারী পৌরসদরের বাসস্ট্যান্ড গোলচত্বর ও ত্রিবেণী মোড়সহ খাগড়াছড়ি মহাসড়কের ফুটপাতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
আজ সোমবার (২৪ জুলাই) বিকাল ৪টা থেকে শুরু করে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে যানজট সৃষ্টিকারী বাস, সিএনজিচালিত অটোরিকশা আটক করে জরিমানা করা হয়। পাশাপাশি রাস্তার উভয়পাশে ফুটপাত দখলদারদেরও উচ্ছেদপূর্বক মোট ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, মহাসড়কে অবৈধ পার্কিং করে যানজট সৃষ্টির অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় ২০টি সিএনজিচালিত অটোরিকশাকে ৪৪ হাজার টাকা, ৪টি বাসকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে সড়কের ওপর দোকানের বর্ধিত অংশ স্থাপন করায় ৩ দোকানিকে ১৬ হাজার টাকাসহ সর্বমোট ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়।
পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ