চট্টগ্রাম শনিবার, ০২ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

ফৌজদারহাটে বাসে কার্ভাডভ্যানের ধাক্কা, পুলিশসহ আহত ৯

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২৩ | ৩:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট মোড়ে পুলিশের ভাড়া করা মারসা পরিবহনের বাসকে একটি কার্ভাডভ্যান ধাক্কা দিয়েছে। এতে পুলিশসহ প্রায় ৯ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

 

সোমবার (২৪ জুলাই) দুপুর ১টায় ফৌজদারহাট বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বারআউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর। তিনি বলেন, ‘মারসা পরিবহনের একটি বাসে করে দুপুরে চট্টগ্রাম কারাগার থেকে ২২ জন কিশোর অপরাধীদের গাজীপুরের সংশোধানাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ফৌজদারহাট বাইপাস সড়ক অতিক্রম করার সময় লিংকরোড থেকে আসা একটি কার্ভাডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী পুলিশের ওই বাসকে ধাক্কা দেয়। এতে বাসে থাকা পুলিশসহ ৯ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। লরিটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট