কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। পদ্মা সেতু, ট্যানেল, মেট্রোরেল, বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়নের কারণে আজ আমরা গর্বিত জাতি। উন্নয়নের জন্য শেখ হাসিনার ভূয়সী প্রশংসায় বিশ্ব নেতারা।
তাই স্মার্ট বাংলাদেশ গড়তে যুবলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং দেশের উন্নয়নের জন্য আগামিতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
শুক্রবার (২১ জুলাই) বিকেলে চরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান রানা।
প্রধান বক্তা ছিলেন দক্ষিণজেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর।
বিশেষ বক্তা ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম বাবর, স্থানীয় চেয়ারম্যান শামসুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবর, জেলা যুবলীগের সহ-সভাপতি এড. শাহাদাত কবির বাহাদুর, যুগ্ম সম্পাদক শফিউল আজম শেফু, দপ্তর সম্পাদক রাজু দাশ হিরো, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সায়েম কবিরসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/এএইচ