চট্টগ্রামের হাটহাজারী মধুনাঘাট কাপ্তাই সড়কের পাশে ওয়াসার পাইপ ফেটে ভেসে গেছে সড়ক। এতে সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীকে চরম দুর্ভোগে পোহাতে হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর থেকে ওয়াসার একটি পাইপ হাটহাজারী উপজেলার নজুমিয়াহাট শেখ মার্কেটের সামনে দিয়ে নগরীর দিকে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় মধুনাঘাট কাপ্তাই সড়কের পাশে একটি বাস উল্টে ওয়াসার পাইপের ওপর পড়ে। এতে পাইপটি ফেটে তীব্র গতিতে পানি বের হতে থাকে। পানির উচ্চতা প্রায় ১০ ফুটেরও বেশি। পানি বিদ্যুৎ লাইনের উপর পড়ার কারণে স্থানীয়রা সংযোগ বন্ধ করতে বিদ্যুৎ অফিসকেও জানায়। সংযোগ বন্ধ হওয়ার ফলে শিকারপুর ও বুড়িচ্চর ইউনিয়নের হাজার হাজার লোক প্রচণ্ড গরমে রাতে ঘুমাতে পারেনি।
স্থানীয় শিকারপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান লোকমান হাকিম জানান, গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একটি বাস উল্টে ওয়াসার পাইপের ওপর পড়ে। এতে সড়কের আশে পাশে পানি জমে যাওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ প্রতিবেদেন লেখার কিছুক্ষণ আগে ওয়াসার লোকজন এসে পানি বের হওয়া বন্ধ করে।
পূর্বকোণ/পিআর/এএইচ