চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ জুন, ২০২৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাউজানের সোহেল নিহত

সৌদি আরবের সড়কে প্রাণ হারালেন রাউজানের সোহেল চৌধুরী

সৌদি আরব প্রতিনিধি

২১ মে, ২০২৫ | ১২:৪১ অপরাহ্ণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সোহেল চৌধুরী (৪২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত সোহেল চৌধুরী চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা শায়ের মোহাম্মদ চৌধুরী বাড়ির মরহুম ফখরুল ইসলাম চৌধুরীর ছেলে।

জানা গেছে, সোমবার (১৯ মে) সন্ধ্যায় নিজ কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় তিনি নিহত হন।

নিহত সোহেল চৌধুরীর প্রতিবেশী ও সৌদি প্রবাসী লোকমান চৌধুরী বলেন, ‘সোহেল চৌধুরী ছিলেন সদালাপী, শান্ত স্বভাবের ও দায়িত্বশীল মানুষ। তিনি প্রবাসে থেকেও এলাকার খোঁজখবর রাখতেন এবং সবার সুখ-দুঃখে যুক্ত ছিলেন। আমরা একজন ভাল মানুষকে হারালাম।’

এদিকে, সোহেল চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে।

জানা গেছে, তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট