চট্টগ্রাম বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪

রিয়াজউদ্দিন বাজারে মনা খুনের আসামি জুয়েল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১২ জুলাই, ২০২৪ | ১২:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে গত ৭ জুলাই রাতে সাহেদ হোসেন মনা খুনের আসামি জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সিলেট শহর থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় খুনে অভিযুক্ত সাগর নামে তার আরেক সহযোগী ধরা পড়েছে বলে জানা গেছে।

এর আগে রোববার (৭ জুলাই) রাতে সাহেদ হোসেন মনাকে খুনের পরপর রাতেই চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যাওয়া ঢাকা মেইল ট্রেনে সাতজনের একটি দল চট্টগ্রাম ছেড়ে যায়। জুয়েলের নেতৃত্বাধীন কিশোরগ্যাংয়ের আরেকটি দল চট্টগ্রাম নগরীর অলংকার মোড়ের বাসস্টেশন থেকে চট্টগ্রাম ছেড়ে যায় সিলেটের উদ্দেশ্যে। 

গ্রেপ্তার জুয়েলকে নিয়ে রাতেই চট্টগ্রামে পৌঁছবে কোতোয়ালী থানা টিম। 

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট