চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

পিবিআইকে তদন্তের নির্দেশ

রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সভাপতিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

১১ জুলাই, ২০২৪ | ৯:৫৮ অপরাহ্ণ

৩০ লাখ টাকা চাঁদা দাবি ও জায়গা দখল চেষ্টার অভিযোগে রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি ছালামত আলীসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন একই সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী নুরুল আলম।

মামলায় অন্য বিবাদীরা হলেন- কামাল মিয়া, খোরশেদ উল্লাহ ও প্রণব কুমার চক্রবর্তী। এছাড়া আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আইনজীবী নুরুল আলম জানান, আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন। মামলার পরবর্তী তারিখ আগামী ১১ সেপ্টেম্বর নির্ধারণ করে। 

বাদী আবুল কালাম জানান, ২৮ জুন দুপুরে রিয়াজউদ্দিন বাজারের আশরাফ মার্কেটে প্রবেশ করে ভবন নির্মাণের জন্য লাগানো লোহারে এঙ্গেল কেটে ফেলে অভিযুক্ত চারজনসহ আরও ১০-১৫ জন। এ সময় তারা কাজে থাকা শ্রমিকদের মারধর করে বের করে দিয়ে জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা করে। পাশাপাশি আমার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। 

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট