চট্টগ্রাম মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চোরাই স্বর্ণসহ যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৯ জুলাই, ২০২৪ | ১২:১১ পূর্বাহ্ণ

নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে সঞ্জয় দেবনাথ (৩৭) নামে এক স্বর্ণ চুরি মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।  রবিবার (৭ জুলাই) দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে নগরের হালিশহর থানা পুলিশ।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, গত ২৩ জুন মামলার বাদী অপু চন্দ্র দেবনাথের ভাইয়ের পরিচয়ের মাধ্যমে কাজের জন্য নগরের হালিশহরে অপুর বাসায় আসেন সঞ্জয়। গত ২৬ জুন দুপুরে সঞ্জয় অপুর বাসার আলমিরা থেকে ৪ ভরি ৭ আনা স্বর্ণ চুরি করে নিয়ে যায়। পরে সঞ্জয় হালিশহর বাসা থেকে কুমিল্লায় বাড়িতে চলে যায়। এই ঘটনায় অপু বাদী হয়ে নগরের হালিশহর থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা করেন।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট