চট্টগ্রাম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

‌‌‌‘পূর্ব আকাশের সূর্যের মতো আলো ছড়াচ্ছে দৈনিক পূর্বকোণ’

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২৪ | ৪:৩১ অপরাহ্ণ

প্রতিষ্ঠার ৩৮ বছর পূর্তিতে দৈনিক পূর্বকোণকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা বলেছেন, সত্য তথ্য পরিবেশনের মাধ্যমে দৈনিক পূর্বকোণ এখন জীবনধারার অংশ। ৩৮ বছর ধরে পাঠক দৈনিক পূর্বকোণের ওপর আস্থা রেখেছেন, এটাই সংবাদমাধ্যমটির বড় অর্জন।

 

আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) দেশসেরা আঞ্চলিকের স্বীকৃতিপ্রাপ্ত দৈনিক পূর্বকোণ ৩৮ বছর পূর্তি ও ৩৯ এ পদার্পণ অনুষ্ঠানে দৈনিক পূর্বকোণের কার্যালয়ে আসেন পাঠক, বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা ফুল, কেক ও মিষ্টি নিয়ে এসে শুভেচ্ছা জানান।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, দৈনিক পূর্বকোণ একটি বলিষ্ঠ অবস্থায় আছে। আমি নিশ্চিতভাবে জানি এই পত্রিকার যে সার্কুলেশন তা অনেক জাতীয় পত্রিকার চেয়ে বেশি। সকল প্রতিযোগিতাকে অতিক্রম করে পূর্বকোণ ঠিকই পূর্বাকাশের সূর্যের মতো আলো ছড়াচ্ছে সবদিকে।

বক্তব্য রাখছেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সফিউল্লাহ বলেন, দল মত নির্বিশেষে ভালো অবস্থান ধরে রেখেছে। ইতিবাচক কর্মকাণ্ডকে সহায়তা করেছেন। আঙুল দিয়ে দেখিয়ে দেন। পুলিশের কাছে সম্মানের পত্রিকা দৈনিক পূর্বকোণ।

 

শুভেচ্ছা জানাতে এসে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেন, দৈনিক পূর্বকোণ দীর্ঘসময় ধরে প্রধান অবস্থান ধরে রেখেছে। বিশ্বাসযোগ্যতার বিষয়টি দৈনিক পূর্বকোণ ৩৮ বছরের সবচেয়ে বড় অর্জন।

 

বিজিএমইএ ফ্যাশন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ওবায়েদুল করিম বলেন, আজ পর্যন্ত পূর্বকোণ নামের স্বকীয়তা ধরে রেখেছে। তারা শুধু চট্টগ্রামে সীমাবদ্ধ নেই।

 

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক, চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত ও এমপি- গোলাম আকবর খন্দকার বলেন, দৈনিক পূর্বকোণ চট্টগ্রামে দলমত নির্বিশেষে সকলের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে। পূর্বকোণের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

 

ক্যাডেট কলেজ ক্লাব প্রেসিডেন্ট এম সাইফুল ইসলাম বলেন, পূর্বকোণের জন্য সবসময় শুভকামনা থাকবে। তারা একেবারে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠতা ধরে রেখে সংবাদ পরিবেশন করে থাকে।

 

ওয়াসার এমডি প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, দৈনিক পূর্বকোণ যেভাবে দেশের মানুষের সমস্ত খবর তুলে ধরে তাতে চট্টগ্রামের মানুষ বেশি উপকৃত হয় এবং সকালে ঘুম থেকে উঠেই সারাদেশ সম্পর্কে ধারণা নিতে পারেন। পূর্বকোণের এই ধারা অব্যাহত থাকুক।

 

পূর্বকোণ/জুবাইর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট