চট্টগ্রাম সোমবার, ১৭ মার্চ, ২০২৫

বায়েজিদে জুয়ার ফাঁদে ফেলে ছিনতাই, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৩ | ৩:২৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদে জুয়ার ফাঁদে ফেলে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ ডিসেম্বর) রাতে অক্সিজেন মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

 

গ্রেপ্তারকৃতরা হলো- বায়েজিদ থানার মধ্যম শহিদনগর এলাকার পেয়ার আহম্মদের ছেলে মো. ফোরকান (৪৫) ও একই এলাকার মৃত ঠাণ্ডা মিয়ার ছেলে মো. ইব্রাহিম (৩৫)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা। তিনি বলেন, গত ১৬ ডিসেম্বর সাইফুল ইসলাম নামে এক যুবক কুতুবদিয়া থেকে তার বোনের বাসায় বেড়াতে আসে। পরদিন সকাল সাড়ে ৮টায় বাড়ি ফিরে যাওয়ার পথে অক্সিজেন পাঠানপাড়া এলাকায় ছিনতাইকারীরা তাকে জুয়া খেলতে বললে তিনি তা অস্বীকার করেন। এক পর্যায়ে তারা তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেন। 

 

পুলিশ তাৎক্ষণিক আশেপাশে এলাকায় অভিযান শুরু করে। পরে রাত ৯টায় অক্সিজেন মোড় থেকে মো. ফোরকান ও ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফোরকানের বিরুদ্ধে ২টি, ইব্রাহিমের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট