চট্টগ্রাম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

মুরাদপুরের কালভার্ট খুলে দেয়া হবে কাল

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর মুরাদপুর কালভার্ট পূর্ণাঙ্গভাবে খুলে দেয়া হবে আগামীকাল শনিবার। গতকাল বৃহস্পতিবার সকালে সড়কটি বন্ধ করে দিয়ে কালভার্টের দুইপাশে পুরোদমে শুরু হয়েছে কার্পেটিং কাজ। আজ শুক্রবার কাজ সম্পন্ন করা হবে। আগামীকাল শনিবার আনুষ্ঠানিকভাবে নবনির্মিত কালভার্ট খুলে দিবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। উদ্বোধনের পর থেকে মুরাদপুর অক্সিজেন সড়ক পুরোদমে ব্যবহার করতে পারবেন যাত্রীরা।

 

বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পের পরিচালক বাংলাদেশ সেনাবাহিনী ৩৪ কনস্ট্রাকশন ডিভিশনের লে. কর্নেল মো. শাহ আলী।

 

জানা গেছে, চলতি বছরের ১৭ জানুয়ারি থেকে মুরাদপুর মোড়টি ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় কালভার্টটি ভেঙে নতুন করে নির্মাণের জন্য বন্ধ করা হয়। দুই মাসের মধ্যে কাজ শেষ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা থাকলেও সেবা সংস্থাগুলোর লাইন স্থানান্তর করা সম্ভব না হওয়ায় উন্মুক্ত করা হয়নি। যদিও তিনমাস আগে কালভার্ট নির্মাণ কাজ সম্পন্ন হয়। গত শুক্রবার অনানুষ্ঠানিকভাবে কালভার্টটি দিয়ে যান চলাচল শুরু হলেও গত দুদিন ধরে আবার বন্ধ করে দেয়া হয়েছে। নগরীর ব্যস্ততম এ সড়ক দিয়ে খাগড়াছড়ি, রাঙামাটি, উত্তর চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলার বাসিন্দারা চলাচল করেন। মুরাদপুর অক্সিজেন সড়কটি শহরের ব্যস্ততম সড়কগুলোর মধ্যে একটি। ফলে মুরাদপুর মোড়ে যান চলাচল বন্ধ রাখায় প্রতিদিন কয়েক লক্ষ লোককে ভোগান্তি পোহাতে হয়েছে। কালভার্টটির কাজ শেষ করে উন্মুক্ত করে দিলে দুর্ভোগ থেকে রেহাই মিলবে পথচারীদের।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট