চট্টগ্রাম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চিটাগাং চেম্বার পরিচালক তানভীরের পদত্যাগ !

১১৭ বছরের ইতিহাসে বিরল ঘটনা

১৪ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর। ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকাল তিনি সিসিসিআই’র বর্তমান সভাপতি ওমর হাজ্জাজের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে অনিবার্য পরিস্থিতিতে তিনি পদত্যাগ করেছেন বলে উল্লেখ্য করেন। ঐতিহ্যবাহী এই ব্যবসায়ী সংগঠনটির ১১৭ বছরের ইতিহাসে পরিচালক পদ থেকে পদত্যাগের এটিই বিরল ঘটনা। যা আগে কখনো হয়নি। এ ঘটনা নিয়ে গতকাল সন্ধ্যার পর থেকে ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনা- সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই এমন ঘটনায় চিটাগাং চেম্বারের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণœ হবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।  পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি তানভীর গতকাল সন্ধ্যায় পূর্বকোণকে নিশ্চিত করেন। এর আগে তানভীর সিসিসিআই’র পরিচালক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।  যদিও চিটাগাং চেম্বার সূত্র বলছে, সৈয়দ মোহাম্মদ তানভীরের পদত্যাগপত্রটি জমা নেওয়া হলেও এটি কার্যকর বা অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত হবে বোর্ড সভায়।

 

তানভীর চিঠিতে উল্লেখ করেন, ‘আমি সিসিসিআই’র সদস্যদের কাছে কৃতজ্ঞ যে আমাকে ২০২৩-২০২৫ সালের বর্তমান মেয়াদের জন্য পরিচালক হিসাবে পুনরায় নির্বাচিত করা হয়।যাইহোক, বর্তমান অনিবার্য পরিস্থিতির কারণে আমি মনে করি যে আমি এই মেয়াদে সিসিসিআই’র পরিচালক হিসেবে দায়িত্ব মর্যাদার সাথে পালন করতে পারব না।’ এদিকে, চিটাগাং চেম্বারের মতো ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠনকে পারিবারিক ক্লাবের আদল দেয়ার অভিযোগ তুলে ব্যবসায়ীদের কেউ কেউ সৈয়দ মোহাম্মদ তানভীরের পদত্যাগের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, প্রাক্তন সভাপতিরা দীর্ঘদিন পদ ধরে রেখেছিলেন, এখন তাদের সন্তানদের সেই চেয়ারে বসিয়েছেন। যার নেতিবাচক প্রভাব পড়ছে ব্যবসায়ীদের মনে। যারা প্রকাশ্যে বিষয়গুলো আলোচনা করতে চান না।

 

উল্লেখ্য, গত ৮ আগস্ট চট্টগ্রাম চেম্বারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকেরা সভাপতি নির্বাচিত করেছেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য (এমপি) ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফের তৃতীয় সন্তান ওমর হাজ্জাজকে। ৩২ বছর বয়সী ওমর হাজ্জাজ ২০১৭-১৯ সাল মেয়াদে প্রথম বিনা ভোটে পরিচালক হন। এরপর ২০১৯-২১ মেয়াদে একইভাবে জ্যেষ্ঠ সহ-সভাপতি হন। একবার বিরতি দিয়ে এবারের কমিটিতে তিনি সভাপতি হয়েছেন। তিনি ঐতিহ্যবাহী এই ব্যবসায়ী সংগঠনটির দ্বিতীয় সর্বকনিষ্ঠ সভাপতি।

 

অন্যদিকে, চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি ও চট্টগ্রাম চেম্বারের টানা ১০ বছর সভাপতির দায়িত্বে থাকা মাহবুবুল আলমের মেয়ে রাইসা মাহবুব।

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট