চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামের সীতাকুণ্ড

হাঁটছিলেন যুবক, পেছন থেকে ট্রাকচাপায় মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড

১৬ অক্টোবর, ২০২৫ | ৮:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কনটেইনার ডিপোতে ট্রাকচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে উপজেলার সোনাইছড়ি এলাকায় এই দুর্ঘটনা।

নিহত মো. মাহিন (২০) মহেশখালী থানার কালাগাজী পাড়ার মীর কাসেমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান। তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. মাহিন ডিপোর ভেতরে হেঁটে যাওয়ার সময় একটি ট্রাক পেছনের দিক থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট