চট্টগ্রামের বাঁশখালীতে মৃত বন্যহাতির দাঁত ও নখ চুরির ঘটনার মামলায় দুই ব্যক্তিকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈলছড়ি এবং চেচুরিয়া এলাকাবাসী।
শনিবার (১২ এপ্রিল) ৪টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া হাবিবের দোকান প্রধান সড়কের উপর এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল বলেন, জলদি রেঞ্জের অধীনে চেচুরিয়া বিট এলাকায় পাইরাং পাহাড়ি এলাকায় একটি হাতি মারা গেছে। এই মামলায় বন বিভাগ বিট কর্মকর্তা আলমগীর হোসেন বাদী হয়ে উদ্দেশ্য প্রণোদিত হয়ে নিরীহ সরোয়ার হোসেন ও জাফর আহমদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনার দিন কেউ এখানে ছিলেন না বলে আমরা জানতে পেরেছি। প্রকৃত আসামিদের তদন্ত করে আইনের আওতায় আনার দাবি আমাদেরও। এই মিথ্যা মামলা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার না করলে আমরা কর্মসূচি দেব।
তিনি আরো বলেন, বনবিভাগের বিট কর্মকর্তারা বন এলাকা পাহারা না দিয়ে চায়ের দোকানে বসে দৈনিক মাসোহারা তুলে। পাহাড় কাটা, পানের বরজ, বিভিন্ন বাগান মালিকদের টাকা দিতে হয়। আপনাদের শ্বেতপত্র প্রকাশ করা হবে। আপনারা আমাদের প্রতিপক্ষ নয়, মিথ্যা মামলা তুলে নিতে আমরা উপজেলা প্রশাসনকে অবহিত করতে চাই।
আরও পড়ুন: বাঁশখালী পাহাড়ে বন্যহাতির মৃত্যু, ‘নেই দাঁত ও খুর’
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ দত্ত, মোজাম্মেল হক সিকদার, ইউপি সদস্য আব্দুল আলিম, রফিক আহমদ, রওশন আলী, সাহেব মিয়া, ফজল করিম, নুরুল কাদের ও ছাত্রনেতা মো. আরিফ।
উল্লেখ্য, জলদি রেঞ্জের অধীনে সরল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাইরাং মনোরমা ঝিরিতে মৃত হাতিটির দাঁত ও নখ চুরির বিষয়টি মঙ্গলবার বিকেলে প্রচার হয়। এ ব্যাপারে বন বিভাগের জলদি রেঞ্জ চেচুরিয়া বিট কর্মকর্তা আলমগীর হোসেন বাদী হয়ে গত ১১ এপ্রিল রাতে চেচুরিয়া গ্রামের সরোয়ার হোসেন ও জাফর আহমদসহ অজ্ঞাতনামা ১৮ জনকে আসামি দেখিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৬(১) ও(২) ধারায় মামলা দায়ের করেন।
পূর্বকোণ/অনুপম/জেইউ/পারভেজ