চট্টগ্রাম সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত
ফাইল ছবি

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

সীতাকুণ্ড সংবাদদাতা

১৬ এপ্রিল, ২০২৫ | ১০:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় খাদিজা খাতুন (২৪) নামে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলাধীন কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

 

নিহত খাদিজা খাতুন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের বাসিন্দা সিএমপি স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. রাশেদুল আলমের স্ত্রী। খাদিজা সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, খাদিজা খাতুন তার এক আত্মীয়ের সাথে মোটরসাইকেলে চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড অভিমুখে ফেরার সময় কুমিরা এলাকায় তাদের মোটরসাইকেলকে পেছন থেকে একইমুখী কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দিলে খাদিজা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এ সময় কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সীতাকুণ্ড কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লা আল মামুন বলেন, মোটরসাইকেলটিকে একইমুখী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে নিচে পড়ে গুরুতর আহত হন খাদিজা খাতুন। পরে তাকে চমেকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 

বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মোমেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট