চট্টগ্রাম বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

পটিয়ায় মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা, দুই সহোদর ধরা
পটিয়ায় গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী

পটিয়ায় মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা, দুই সহোদর ধরা

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

১৫ এপ্রিল, ২০২৫ | ২:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় মুদি দোকানের আড়ালে ইয়াবার রমরমা বাণিজ্যের অভিযোগে ২ সহোদরকে গ্রেপ্তার করেছে পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯৪৯ পিস ইয়াবা ট্যাবলেট।

 

রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় পটিয়া উপজেলার মনসারটেক শাহ নিজামী ট্রেডার্স নামের ওই মুদি দোকানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হল, উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব মনসা মোশারফ আলীর বাড়ীর মৃত জালাল আহম্মদের ছেলে জসিম উদ্দিন বাঁচা (৪২) ও তার ভাই মো. জামাল উদ্দিন মিন্টু (৪৮)।

 

জানা গেছে, উপজেলার মনসারটেক এলাকায় শাহ নিজামী ট্রেডার্স নামের ওই মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন যাবৎ পাইকারি ও খুচরা ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল জসিম উদ্দিন বাঁচা ও তার ভাই মোঃ জামাল উদ্দিন মিন্টু। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দোকান থেকে জসিম উদ্দিন বাঁচার দেহ তল্লাশি করে ৩৪৯ পিস ও তার দেখানোমতে দোকানের ক্যাশ বাক্স থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় জসিম উদ্দিন বাঁচা ও মো. জামাল উদ্দিন মিন্টুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে ওই পরিবারের বেশ কয়েকজন সদস্য ইয়াবা ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

 

এর আগেও তাদের ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ রয়েছে তাদের আরেক ভাই জিয়া উদ্দিন বাবলু এই ইয়াবা ব্যবসার মুল হোতা। তাকে গ্রেপ্তারে আগেও অভিযান পরিচালনা করা হয়েছিল। এর আগে তার বাসায় অভিযান পরিচালনা করা হলে তার পরিবারের সদস্যরা কৌশলে টয়লেটে ইয়াবা ফেলে দেয়। গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের ওই দোকানে অভিযান চালিয়ে প্যাকেটজাত ৯৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। এছাড়া মুলহোতা বাবলুকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

 

পূর্বকোণ/ইব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট