চট্টগ্রাম শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

টেকনাফে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার 
টেকনাফে উদ্ধার করা হ্যান্ড গ্রেনেড।

টেকনাফে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার 

টেকনাফ সংবাদদাতা

১৬ এপ্রিল, ২০২৫ | ৪:১০ অপরাহ্ণ

টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের পাশের একটি নির্মাণাধীন ভবনের জায়গা থেকে অবিস্ফোরিত একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কোনার পাড়া থেকে এটি উদ্ধার করা হয়।

 
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, নির্মাণাধীন ভবন‘ওয়েভস পয়েন্ট লিমিটেডের খোলা জায়গায় গ্রেনেডটি পড়ে থাকতে দেখে এক স্থানীয় বাসিন্দা পুলিশকে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করে এবং আশপাশের এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বেষ্টনি তৈরি করে। গ্রেনেডটি কোন দেশের তৈরি, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবেন।৷ গ্রেনেডটি কে বা কারা এনে এখানে ফেলেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট