চট্টগ্রাম বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

এসএম সাজেদুল ইসলাম আর নেই

বিজ্ঞপ্তি

১৫ এপ্রিল, ২০২৫ | ১:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি)’র ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও বিজিএমইএ’র প্রাক্তন ইসি সদস্য এসএম সাজেদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১৩ এপ্রিল) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। সাজেদুল ইসলাম সিবিইউএফটি’র সিইও হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিজিএমইএ’র প্রতিষ্ঠাকালীন সময় থেকেও তিনি পোশাক শিল্পের বিকাশ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সোমবার নামাজে জানাজা শেষে কুমিল্লার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে, এসএম সাজেদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিবিইউএফটি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী, ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ওবায়দুল করিম, ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তীসহ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকবৃন্দ।

এক শোক বার্তায় তারা বলেন, আমরা চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের নিবেদিত প্রাণ একজন মানুষকে হারিয়েছি। তিনি এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যথেষ্ট অবদান রেখেছেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট