পটিয়ার বড়লিয়া ইউনিয়নের আশ্চর্য্য পাড়া শ্মশানের পাশের কৃষি জমি থেকে উদ্ধার লাশটি রেহেনা আকতার (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর।
রেহেনা পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল এলাকার আবদুস ছালামের মেয়ে।
সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উপজেলার বড়লিয়া ইউনিয়নের আশ্চর্য্য পাড়া শ্মশানের পাশে একটি জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে তার পরিবারের মাধ্যমে উদ্ধার মরদেহের পরিচয় সনাক্ত করেন পুলিশ।
পুলিশ জানায়, সোমবার রাতে বড়লিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ প্রদীপ লাশটি দেখতে পেয়ে পটিয়া থানার ওসিকে মোবাইল ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বড়লিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আশ্চর্য্য পাড়া শ্মশানের পাশে সুনীল মাস্টারের পতিত জমিতে অজ্ঞাতনামা ওই নারীর লাশটি উদ্ধার করে।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।
পূর্বকোণ/রবিউল/এএইচ