চট্টগ্রামে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজা এবং এক হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, সোমবার (১৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়।
তারা হল- মোতালেব হোসেন (৪২) ও নুরুন্নবী (৩৫)। তাদের কাছ থেকে এক হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একইদিন সকালে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তোপেল চাকমা (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার ব্যাকপ্যাক ও ট্রাভেল ব্যাগে লুকিয়ে রাখা ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পূর্বকোণ/ইব/এএইচ