চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে হালদা নদীতে পড়ে যুবক নিখোঁজ
নিখোঁজ মুহাম্মদ নুর উদ্দিন মঞ্জু

ফটিকছড়িতে হালদা নদীতে পড়ে যুবক নিখোঁজ

নাজিরহাট সংবাদদাতা

১৬ এপ্রিল, ২০২৫ | ১১:২৭ অপরাহ্ণ

ফটিকছড়ি উপজেলার হালদা নদীর নাজিরহাট পৌরসভা ও সুন্দরপুর ইউনিয়ন সীমান্তবর্তী এলাকার পাঁচ পুকুরিয়া পয়েন্টে মোটরসাইকেল যোগে নদী পার হতে গিয়ে নদীতে পড়ে মুহাম্মদ নুর উদ্দিন মঞ্জু (৩০) নামের এক প্রবাসী নিখোঁজ হয়েছেন।

 

তিনি পাঁচপুকুরিয়া গ্রামের মুহাম্মদ ইসলামের ছেলে। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

 

জানা গেছে, নিখোঁজ যুবক তাজ উদ্দিন নামের তার এক বন্ধুকে নিয়ে ওই এলাকার সিদ্ধাশ্রম ঘাট দিয়ে মোটরসাইকেল যোগে নদীর উপর নির্মিত কাঠের তৈরি সেতু দিয়ে পার হতে গিয়ে সেতু ভেঙে নদীতে পড়ে যায়। এতে বন্ধু তাজ উদ্দিন সাতার কেটে উঠতে পারলেও মঞ্জু নিখোঁজ হন। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ১০টা) মঞ্জুকে পাওয়া যায়নি।

 

ফটিকছড়ি ফায়ার স্টেশনের আকরাম উজ জামান বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেছে। আমাদের ডুবুরি দল না থাকাতে উদ্ধার কার্যক্রম চালাতে পারছি না। তবে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। নিখোঁজ যুবককে উদ্ধারে সহযোগিতা অব্যাহত আছে।

 

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট