চট্টগ্রামের বাঁশখালীতে স্ত্রী মিনু আক্তারকে (৩৫) ছুরিকাঘাতে খুনের পর স্বামী ফরিদুল আলম (৪২) বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় ফরিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ডোংরা বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহত ফরিদ বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, স্ত্রীকে খুনের মামলার আসামি ফরিদুল আলম এলাকায় গিয়ে বিষপান করে আত্মহত্যা চেষ্টা করে। এ অবস্থায় পুলিশ খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে। সে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী পুলিশি কার্যক্রম চলমান থাকবে।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিফতাহুল রিদমা হায়দার ফরিদুল আলম চিকিৎসাধীন আছে বলে জানান।
বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়াংয়ের ডোংরা কালু ফকির বাড়ির মৃত দুদু মিয়ার ছেলে নাইমুদ্দিন প্রকাশ ফরিদুল আলমের (৪২) সাথে ১৫ বছর আগে পার্শ্ববর্তী বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইলশার অজি আহমদের মেয়ে মিনু আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। গত বৃহস্পতিবার বাড়িতে এসে ঝগড়া করে শুক্রবার (১১ এপ্রিল) ভোররাতে বাপের বাড়িতে ঘুমন্ত স্ত্রী মিনু আক্তারকে ছুরিকাঘাত করে স্বামী ফরিদুল আলম পালিয়ে যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পর স্ত্রীর মৃত্যু হয়।
পূর্বকোণ/অনুপম/জেইউ/পারভেজ