চট্টগ্রাম বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরের
দুর্ঘটনায় দুমড়ে মুছড়ে যাওয়া ইজিবাইক।

কক্সবাজারে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

ঈদগাঁও সংবাদদাতা

১৬ এপ্রিল, ২০২৫ | ২:৪৫ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওতে ইজিবাইকে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম শফি আলম ( ১৪)। সে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া গ্রামের নুরু মিয়া প্রকাশ লালুর ছেলে।

 

বুধবার ( ১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঢালার দুয়ার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইজিবাইক ও মালবাহী একটি ভ্যান কক্সবাজার অভিমুখে যাচ্ছিল। এসময় কক্সবাজার অভিমুখী একটি যাত্রবাহী বাস ইজিবাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ইজিবাইকের ভেতরে থাকা কিশোর শফি আলম ঘটনাস্থলে প্রাণ হারায়। অপর দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক থেকে হতাহতদের উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাস পালিয়ে গেছে।

 

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট