চট্টগ্রাম বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

পাহাড়ে চলছে ত্রিপুরা জনগোষ্ঠীর বৈসু উৎসবের গরিয়া নৃত্য
বৈসু উপলক্ষে চলছে পাহাড়ের পাড়ায় পাড়ায় গরিয়া নৃত্য

পাহাড়ে চলছে ত্রিপুরা জনগোষ্ঠীর বৈসু উৎসবের গরিয়া নৃত্য

খাগড়াছড়ি সংবাদদাতা

১৫ এপ্রিল, ২০২৫ | ৬:১৮ অপরাহ্ণ

ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসু। এ বৈসুর অন্যতম আকর্ষণ হল গরিয়া নৃত্য। এ নৃত্য ত্রিপুরা জনগোষ্ঠীর হাজার বছর ধরে সংস্কৃতি, বিশ্বাস ও ঐতিহ্য বহন করে আসছে। বৈসু উপলক্ষে চলছে পাহাড়ের পাড়ায় পাড়ায় গরিয়া নৃত্য।

 

ত্রিপুরাদের জীবনধারার এ নৃত্য চৈত্র মাসের শেষ দুইদিন ও বৈশাখ মাসের প্রথমদিন মিলে তিন দিনব্যাপী চলে। গরিয়া দেবের প্রতিমূর্তিকে বহন করে এক পাড়া থেকে আরেক পাড়ায় নৃত্য পরিবেশন করে খেরবাই দল। দেখানো হয় ত্রিপুরাদের জীবন-জীবিকার উপর খেলা ও অভিনয়।

 

গরিয়া নৃত্যে ২২ তাল অর্থাৎ এই নৃত্যে ২২টি ভিন্ন ভিন্ন ছন্দ, ভঙ্গি, তাল ও গতিরূপ রয়েছে, যা গরিয়া দেবতার পূজা থেকে শুরু করে তার বিদায় পর্যন্ত প্রতিফলিত করে। নৃত্যটি শুরু হয় গরিয়া দেবতাকে আহ্বান করার মাধ্যমে, এরপর ধাপে ধাপে চলে তার অর্চনা, কীর্তন, আশীর্বাদ প্রার্থনা, উৎসব উদযাপন এবং শেষে বিদায় অনুষ্ঠান। প্রতিটি ধাপে থাকে নির্দিষ্ট গান, বাদ্যযন্ত্র (ঢোল ও বাঁশি), দেহভঙ্গিমা এবং চক্রাকারে নাচের ধরন। ত্রিপুরা জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সম্পর্ক, সহমর্মিতা ও ঐক্য বজায় রাখার অন্যতম পদ্ধতি হলো বৈসু উৎসব।

 

এই উৎসব ও নৃত্য কেবল আনন্দ-উল্লাসের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি ত্রিপুরা জনগোষ্ঠীর সামাজিক ঐক্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি। এটি মূলত নতুন বছরের আগমণকে স্বাগত জানিয়ে গরিয়া দেবতার পূজার এক মহোৎসব।

 

গরিয়া দেবতাকে আহ্বান করে গ্রামের সব মানুষের মঙ্গল, সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।

 

 

পূর্বকোণ/জহুর/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট