চট্টগ্রাম শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

সাতকানিয়ায় হাতির আক্রমণে মহিলার মৃত্যু
ফাইল ছবি

সাতকানিয়ায় হাতির আক্রমণে মহিলার মৃত্যু

সাতকানিয়া সংবাদদাতা

১৬ এপ্রিল, ২০২৫ | ১১:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ার চরতিতে বন্য হাতির আক্রমনে শরমিন আকতার (৩৭) নামে এক মহিলা নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলার চরতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুঁইপুরা এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহত শরমিন আকতার চরতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুঁইপুরা এলাকার সোলতান আহমদের স্ত্রী।

 

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকালে শরমিন আকতার প্রতিদিনের ন্যায় তার বাড়ির পশ্চিম দিকের পাহাড়ে প্রতিবেশীদের সাথে গরু চড়ানোর জন্য যান। পরে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বন্য হাতির একটি পালের সামনে পড়ে যায়। এর মধ্য থেকে একটি হাতি শরমিনকে শুঁড় দিয়ে ঝাপটে ধরে আছাড় দিলে ঘটনাস্থলে তিনি (শরমিন) মারা যান। তার সাথে থাকা অন্যরা পালিয়ে যায়।

 

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ ও বন বিভাগের লোকদের ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপাতত দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ৩ লাখ টাকা ক্ষতিগ্রস্তদের পরবর্তীতে দেওয়া হবে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। ক্ষতিপূরণ পাওয়ার জন্য বন বিভাগের নিকট আবেদনের সকল প্রক্রিয়া দুই দিনের মধ্যে শেষ করা হবে।

 

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট