৮ মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে কক্সবাজারগামী ট্রেন থেকে হঠাৎ লাফ দিয়েছে এক দম্পতি। এ ঘটনায় শিশুটি ঘটনাস্থলে মারা যায় এবং মা-বাবা গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের লোহাগাড়া সদর রশিদার ঘোনার পশ্চিমাংশে এই ঘটনাটি ঘটে।
নিহত শিশুর নাম হামদান (৮)। তার বাবা আবদুল রাজ্জাক (২৫)। তিনি কক্সবাজার জেলার পিএমখালী এলাকার সোলতান আহমদের ছেলে। শিশুর মা আবদুল রাজ্জাকের স্ত্রী লিজা আক্তার (২০)। তারা বাঁশখালী গুনাগরী থেকে ১২ দিন ছুটি কাটিয়ে প্রবাল এক্সপ্রেসে করে শ্বশুরবাড়ি কক্সবাজারে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী রশিদার ঘোনার শেফায়েত নামের এক যুবক বলেন, সারাদিনের কাজ শেষে তারা বাড়ির পশ্চিমে ট্রেনের পাশের চায়ের দোকানে চা খেতে যাচ্ছিলেন। হঠাৎ অন্ধকারে কান্নাজড়িত কণ্ঠে বাঁচাও বাঁচাও আওয়াজ শুনে তারা দ্রুত এগিয়ে গিয়ে তাদেরকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করেন। পরে তাদের উপজেলার সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদেরকে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কতর্ব্যরত চিকিৎসক শিমুল দত্ত শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুটির মা লিজা আক্তার বলেন, বাপের বাড়ি থেকে ট্রেনযোগে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। ট্রেনে হঠাৎ আগুন লাগার একটি চিৎকার শুনতে পান তিনি। এরপর কি হয়েছে তা তারা জানেন না।
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিমুল দত্ত বলেন, গুরুতর এক শিশুসহ তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে শিশুটি ঘটনাস্থলেই মারা গেছে। নিহতের বাবা-মার অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ট্রেন থেকে লাফ দেওয়ার ঘটনায় শিশু নিহত এবং দুইজন আহত হয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ