চট্টগ্রাম মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

বাঁশখালী পাহাড়ে বন্যহাতির মৃত্যু, ‘নেই দাঁত ও খুর’

বাঁশখালী সংবাদদাতা

৯ এপ্রিল, ২০২৫ | ৭:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পাইরাং পাহাড়ি এলাকায় ৩০ বছর বয়সী এক বন্যহাতির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, বনদস্যুরা হাতিটি খুন করে দাঁত খুর লুট করে নিয়ে গেছে।

 

বুধবার (৯ এপ্রিল) ৩টার দিকে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের পাইরাং মনুরমা ঝিরিতে হাতিটি মৃত অবস্থায় পাওয়া যায়।

 

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম বলেন, হাতিটির মৃত্যুর খবর পাওয়া পর চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফওকে অবহিত করা হয়েছে। রাতে উনি আসবেন বলে জানান।

 

এই ব্যাপারে জলদি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহআলম বলেন, পাহাড়ি এলাকায় একটি হাতি মারা গেছে। হাতিটির মৃত্যুর সংবাদ মঙ্গলবার বিকেলে শুনেছি। আমি নতুন মানুষ। এলাকা চিনি না। এ ব্যাপারে বাদী হয়ে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করা হবে। ডাক্তারের মাধ্যমে পরীক্ষা করে মাটি চাপা দেয়া হবে। দাঁত ও খুর চুরির বিষয়ে তিনি অবগত নয়।

 

জলদি অভয়ারণ্য বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, হাতিটি মৃত্যর খবর শুনেছি। ওই এলাকা আমার এলাকা নয়। হাতি মারা গেলে সাধারণত পোস্টমর্টেম করতে হয়।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হাতির মৃত্যুর ব্যাপারে শুনেছি। থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

 

পূর্বকোণ/অনুপম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট