চট্টগ্রাম বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

দেলোওয়ার হোসেনের কবর জিয়ারত করলেন অধ্যক্ষ নুরুল আমিন
জিয়ারত শেষে দোয়া করছেন

দেলোওয়ার হোসেনের কবর জিয়ারত করলেন অধ্যক্ষ নুরুল আমিন

বিজ্ঞপ্তি

১৬ এপ্রিল, ২০২৫ | ১০:০২ অপরাহ্ণ

১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে ফটিকছড়ি-মীরসরাই আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ও চট্টগ্রাম বারের সাবেক সভাপতি মরহুম এডভোকেট মৌলভী মিয়া মুহাম্মদ দেলোওয়ার হোসেনের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

 

বুধবার বিকেলে রোসাংগিরি ইউনিয়নের আজিমনগর স্কুল সংলগ্ন এলাকায় অবস্থিত মরহুমের কবর জিয়ারত শেষে মরহুমের পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমীর নাজিম উদ্দিন ইমু, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও ফটিকছড়ি থানা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট ইসমাইল গণি, জেলা যুব বিভাগের সেক্রেটারি এডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনূস, ফটিকছড়ি উপজেলা উলামা বিভাগের দায়িত্বশীল তৈয়ব নূরী, নাজিরহাট পৌরসভা জামায়াতের সভাপতি বায়েজিদ হাসান মুরাদ, জামায়াত নেতা মিন্টু প্রমুখ।

 

উল্লেখ্য, মরহুম এডভোকেট দেলোওয়ার হোসেন ১৯৭০ সালে অনুষ্ঠিত পাকিস্তান ন্যাশনাল এসেম্বলির নির্বাচনে (ফটিকছড়ি-মীরসরাই) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ‘দাড়ি পাল্লা’ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছিলেন। তিনি একজন বরেণ্য আইনজীবী হিসেবে চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট