চট্টগ্রাম বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

চোরাকারবারি ও মানবপাচারকারীদের ছাড় নয়: কঠোর বার্তা স্বরাষ্ট্র সচিবের
রামু থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্র সচিব

চোরাকারবারি ও মানবপাচারকারীদের ছাড় নয়: কঠোর বার্তা স্বরাষ্ট্র সচিবের

কক্সবাজার সংবাদদাতা

১৫ এপ্রিল, ২০২৫ | ১০:৩৬ অপরাহ্ণ

চোরাকারবারি ও মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

 

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় কক্সবাজারের রামু থানা আকস্মিক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় জেলা পুলিশ সুপার মো. সাইফুদ্দীন শাহীন উপস্থিত ছিলেন।

 

চোরাকারবারি ও মানবপাচারকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমন প্রশ্নের উত্তরে সচিব নাসিমুল গনি বলেন, আমরা সব নোট নিচ্ছি; কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে রামু এলাকায় অস্ত্র উদ্ধারের জন্য বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছে।

 

মানবপাচারকে একটি জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্র সচিব বলেন, এই সমস্যা মোকাবিলায় সমাজের সকলকে একযোগে এগিয়ে আসতে হবে। এখন আমরা সকলে মিলে চেষ্টা করব আমাদের বাহিনী দাঁড়াতে পারে এবং জনগণের আস্থা অর্জন করতে পারে। মূলত এটাকে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

 

উল্লেখ্য, কক্সবাজার দীর্ঘদিন ধরে চোরাচালান ও মানবপাচারের একটি অন্যতম ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত। মিয়ানমার থেকে আসা ইয়াবা এবং বিভিন্ন সীমান্ত পেরিয়ে অবৈধ পণ্যের চোরাচালান এখানে একটি বড় সমস্যা। এছাড়াও, স্থানীয় দালালদের মাধ্যমে অনেক অসহায় মানুষ উন্নত জীবনের আশায় অবৈধভাবে সমুদ্র পথে মালয়েশিয়া ও অন্যান্য দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করে, যা প্রায়শই মর্মান্তিক পরিণতি ডেকে আনে। সরকারের পক্ষ থেকে এই অঞ্চলের চোরাচালান ও মানবপাচার রোধে বিভিন্ন সময় অভিযান চালানো হলেও এর মূলোৎপাটন এখনও একটি বড় চ্যালেঞ্জ। স্বরাষ্ট্র সচিবের এই কঠোর বার্তা স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় করবে এবং অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে বলে আশা করা যায়।

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট