চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

একমাস পর উৎপাদনে ফিরছে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র

মহেশখালী সংবাদদাতা

২৭ নভেম্বর, ২০২৪ | ১১:২১ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে কয়লা সংকটে দীর্ঘ ১ মাস বন্ধ থাকার পর ৩১ দিনের মাথায় ৬৯ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে নিজস্ব জেটিতে ভিড়ল জাহাজ। এতে প্রকল্পটির বিদ্যুৎ উৎপাদনে আশার সঞ্চার হয়েছে।

 

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন সাগরের নিজস্ব জেটিতে ভিড়ল পানামার পতকাবাহী জাহাজ DECLAN DUFF ।

 

জানা গেছে, জাহাজের সমস্ত কয়লা নামাতে কয়েকদিন সময় লাগতে পারে। বিদ্যুৎকেন্দ্র থেকে রাত সাড়ে ৯টার সময় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের এমডি নাজমুল হক জানান, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার ৩১ দিন পর্যন্ত আমরা কেন্দ্রের বিভিন্ন ইউনিট মেইন্টেনেন্স শেষ করে এত অল্পসময়ে ইন্দোনেশিয়া থেকে কয়লা আনতে সক্ষম হয়েছি। কয়েকদিনের মধ্যে আমরা বিদ্যুৎ উৎপাদনে যাব।

 

 

পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট