চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে ৭টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান। তিনি জানান, বাজারে বেশি দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা না প্রকাশসহ বিভিন্ন কারণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ জনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. সুজন কানুনগো, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/এএইচ