চট্টগ্রাম শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চবিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

হাটহাজারী সংবাদদাতা

২১ অক্টোবর, ২০২৪ | ১০:০৪ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীর উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে হাটহাজারী সদরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২১ অক্টোবর) বিকালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকির নেতৃত্বে  উপজেলা ও পৌরসভা ছাত্রদলের এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ মিছিলটি হাটহাজারী ডাক বাংলো চত্বর থেকে শুরু হয়ে  কাচারি সড়কের মাথায় গিয়ে শেষ হয়।

 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, হাসিনার যুবলীগের সন্ত্রাসীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। আমরা আইনকে হাতে তুলে নেইনি, ভবিষ্যতে যদি  এ ধরনের ঘটনা আবারো ঘটে তাহলে আমরা জনগণ ও ছাত্রসমাজকে নিয়ে কঠিন জবাব এবং প্রতিরোধ গড়ে তুলব।

 

মিছিলে অংশগ্রহন করেন জেলা ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা।

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট