চট্টগ্রাম বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় জামায়াত নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের সাথে ধাক্কা লেগে আনোয়ার হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ছিলেন।

 

নিহত আনোয়ার হোসেন উপজেলার ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাকের ছেলে ।

 

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পৌরসভাধীন শেখ পাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

 

জানা যায়, আনোয়ার প্রতিদিনের মতো আজও তার ছেলেকে সীতাকুণ্ড পৌর সদরের নুরানী মাদ্রাসায় দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় তার মোটরসাইকেলটি পন্থিছিলা জলদাখানা অতিক্রমকালে একটি ট্রাকের সাথে ধাক্বা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ আবদুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট