চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে জলাবদ্ধতা ঠেকাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কক্সবাজার সংবাদদাতা

১৪ জুলাই, ২০২৪ | ১১:৫৭ অপরাহ্ণ

কক্সবাজার শহরে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে নালা-নর্দমা দখল করে নির্মিত অবৈধ স্থাপনাগুলোকে। এই সমস্যা মেটাতে কঠোর পদক্ষেপ নিয়েছে কক্সবাজার পৌরসভা।

 

রবিবার (১৪ জুলাই) দুপুরে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে কক্সবাজার পৌরসভার মেয়র।

 

অভিযানের প্রথম দিনেই অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। শহরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে নির্মিত ১০টি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। এছাড়াও আর কিছু স্থাপনা মালিককে নিজেদের দখলে থাকা অবৈধ অংশ ভেঙে ফেলার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।

 

উচ্ছেদ অভিযানের কারণ হিসেবে জানা যায়, বর্ষাকালে জলাবদ্ধতা বৃদ্ধি এবং পানি নিষ্কাশন ব্যবস্থার অবনতির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে নালা-নর্দমা দখল করে নির্মিত অবৈধ স্থাপনাগুলোকে। এই সমস্যা সমাধানে কঠোর পদক্ষেপ নিয়েছে কক্সবাজার পৌরসভা।

 

মেয়র মাহবুবুর রহমান চৌধুরী জানিয়েছেন, পৌরবাসীকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে এই অভিযান শুরু হয়েছে। আমরা সরকারি-বেসরকারি হিসেব বুঝি না, অভিযান প্রতিদিন চলবে। নালা দখলকারীরা যতোই শক্তিশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট