চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

কর্ণফুলীতে নিখোঁজের এক দিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

কর্ণফুলী সংবাদদাতা

১২ জুলাই, ২০২৪ | ১১:০৭ অপরাহ্ণ

নিখোঁজের এক দিন পর পুকুর থেকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মো. ছালেহ জহুর (৪৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামালপাড়া ঈদগাহ পুকুর (বুইজ্জ্যা পুকুর) হতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।

 

নিহত মো. ছালেহ জহুর ওই এলাকার ছালেহ জহুর সওদাগরের বাড়ির মৃত মো. ইসমাইলের ছেলে। তিনি নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকায় কেএসআরএম গাড়ির মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

 

এর আগে নিহত মো. ছালেহ জহুরের স্ত্রী আয়েশা আক্তার (৩৭) চান্দগাঁও থানায় জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়, প্রতিদিনের মত বৃহস্পতিবার মো. ছালেহ জহুর নিজ কর্মস্থল নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকায় কেএসআরএম কারখানায় যান। এরপর তিনি রাতে বাড়ি না ফেরায় এবং কোন খোঁজ না পাওয়ায় তার স্ত্রী শুক্রবার চান্দগাঁও থানায় জিডি করেন। নিখোঁজ ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জিডিতে উল্লেখ করা হয়।

 

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামালপাড়া ঈদগাহ পুকুরে (বুইজ্জ্যা পুকুর) ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

 

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিখোঁজ যুবকের মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় নিহত যুবকের মানিব্যাগ, মোবাইল সাথে ছিল এবং জুতা পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

 

তিনি আরও বলেন, সুরতহাল রিপোর্টে নিহত জহুরের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

 

পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট