চট্টগ্রাম মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪

বাঁশের সাঁকো থেকে খালে পড়ে রোহিঙ্গা শিশুর মৃত্যু

উখিয়া সংবাদদাতা

১২ জুলাই, ২০২৪ | ১০:১৩ অপরাহ্ণ

বৃষ্টির পানিতে ভিজা বাঁশের সাঁকো পার হতে গিয়ে পা পিছলে খালে পড়ে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ১৯ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে।

 

নিহত শিশু উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১০ ব্লকের মো. ইউনুসের সন্তান ইমাম উদ্দিন (৪)।

 

জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প ১৯ ও ১৮-এর মধ্যবর্তী স্থানে একটি বাঁশের সাঁকো পার হতে গিয়ে পা পিছলে খালে পড়ে যায় শিশুটি। পরে স্থানীয় রোহিঙ্গারা খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

 

পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট