কক্সবাজার শহরের পৃথক দুটি এলাকায় পাহাড় ধসে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শিকদার বাজার এলাকার নাজমুল হাসান (৫) ও এবিসি ঘোলা এলাকার জমিলা আক্তার (৩০)।
জানা যায়, ভোরে পাহাড়ধসে মাটিচাপা পড়ে নাজমুল হাসান ও জমিলা আক্তার। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি দৈনিক পূর্বকোণকে জানান, সকালে দু’জনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।
এদিকে, দীর্ঘদিন ধরে পাহাড়ের ঝুঁকিপূর্ণ অংশগুলোতে নিয়মিত পাহাড় কাটার কাজ চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা দাবি করেন, অবৈধভাবে পাহাড় কাটার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
পূর্বকোণ/মাহমুদ