চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় সংবাদপত্র এজেন্টের দোকানের তালা ভেঙে চুরি

চকরিয়া সংবাদদাতা

৭ মে, ২০২৪ | ৭:৪০ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে কামাল উদ্দিন সংবাদপত্র এজেন্টের দোকানের তিনটি তালা ভেঙে দুর্ধর্ষ চুরি হয়েছে।

 

মঙ্গলবার (৭ মে) ভোররাত ৩টার দিকে চোরের দল দোকানের তালা ভেঙে প্রবেশ করে নগদসহ ১৩ হাজার টাকা মূল্যের মালামাল নিয়ে গেছে।

 

সংবাদপত্র এজেন্টের ম্যানেজার কুতুবউদ্দিন জানান, সোমবার রাতে পত্রিকাসহ মালামাল বিক্রয় করে বেশিরভাগ টাকা ঘরে নিয়ে যান। ক্যাশে খুচরা ১ হাজার টাকা রেখে যান। চোরেরদল ওই টাকাসহ ১৩ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, চুরির ঘটনাটি কেউ অবহিত করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

পূর্বকো/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট