চট্টগ্রাম শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

লোহাগাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নানা-নাতনির মৃত্যু

লোহাগাড়া সংবাদদাতা

৪ ডিসেম্বর, ২০২৩ | ৫:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নানা ও নাতনি নিহত হয়েছেন। এতে আরও একজন গুরুতর আহত হয়।

 

সোমবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পুরাতন বিওসি এলাকার লাইলির বাপের বাড়ির মৃত হোছন খলিফার ২য় ছেলে ইকবাল হোসেন বাবুল (৫৫) ও নিহতের নাতনি ছদাহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরীর বাড়ি এলাকার সাউথ আফ্রিকা প্রবাসী তারেক হোসেন ভুট্টোর বড় মেয়ে আনাহিদা খানম আজওয়া (৪)।

 

এই ঘটনায় নিহত বাবুলের মেয়ে ও নিহত আজওয়ার মা সামিরা আক্তার (২৩) গুরুতর আহত হন।

 

জানা যায়, মেয়ে এবং নাতনিকে সাথে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে জামাইয়ের নতুন বাড়ি দেখে ফেরার পথে ট্রাকচাপায় এ দুর্ঘটনা ঘটে।

 

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তৌফিক সেকান্দর জানান, বিকেল ৫টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছার পূর্বেই দু’জন মৃত্যুবরণ করেন।

 

গুরুতর আহত সামিরা আক্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ইরফান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়, তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট