রাঙামাটি কাপ্তাইয়ে অভিযান চালিয়ে ট্রাক বোঝাই ৭০ বস্তা চোলাইমদসহ ২ কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার মদের পরিমাণ ১৫৫৮ লিটার।
সোমবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, লহ্মীপুর রামগতি থানার সোহরাব উদ্দিনের ছেলে মো. কারিম ও রাঙামাটির কাউখালী উপজেলার মহিউদ্দীনের ছেলে মো. ইসমাইল।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক (চট্টমেট্রো নম্বর ১১-২০৭৬) ও চেলাইমদসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ