চট্টগ্রাম শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪

টেকনাফে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

২০ জুলাই, ২০২৩ | ১০:০৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে মো. হেলাল উদ্দিনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৬টায় উখিয়ার জালিয়াপালংস্থ সাগরের কিনারা থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

উদ্ধার মো. হেলাল উদ্দিন ওই উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মিয়ার পাড়ার নুরুল আলমের ছেলে।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার ভোরে সাগরে মাছ ধরতে গেলে হঠাৎ ইঞ্জিনচালিত নৌকাটি সাগরে ডুবে যায়। পরে তার সঙ্গে থাকা অন্যান্য জেলেরা সাঁতরে চলে আসতে পারলেও মো. হেলাল আসতে পারেনি বলে ফিরে আসা জেলেরা তার বাবাকে জানায়। পরবর্তীতে বিভিন্ন জায়গায় ভুক্তভোগীর পরিবার খোঁজাখুঁজি করলে আজ (বৃহস্পতিবার) সকালে উখিয়া উপজেলার জালিয়া পালং সংলগ্ন সাগরের কিনারায় তার লাশ পাওয়া যায়। উদ্ধারকৃত জেলের লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট