ইসরায়েলের হামলায় ইরানের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার কারণে সৌদি আরবে আটকে পড়া ইরানি হাজিদের সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি এবং আকাশপথ বন্ধ থাকার খবর বাদশাহ অবগত হয়েছেন। যতদিন পর্যন্ত ইরানি হাজিরা নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারছেন, ততদিন এ সহায়তা দেওয়ার নির্দেশ জারি করেছেন সৌদি বাদশাহ।
সৌদি গণমাধ্যম আল আখবারিয়ার খবরে বলা হয়েছে, এবার ৮৬ হাজার ৭শ ইরানি হজপালন করেছেন। এর মধ্যে প্রায় ১০ হাজার ইরান ফিরে গেলেও ৭৫ হাজারের বেশি হাজি সৌদি আরব অবস্থান করছেন। আগামী কয়েকদিনে তাদের ফিরে যাওয়ার কথা ছিল।
সৌদি প্রেস এজেন্সির মতে, ইরানি হাজিদের সহায়তার পরিকল্পনা বাদশাহ সালমানের সামনে উপস্থাপন করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপর বাদশাহ নির্দেশ দেন, হাজিদের জন্য যা যা প্রয়োজন তা যেন সরবরাহ করা হয়। এই দায়িত্ব দেওয়া হয়েছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়কে। মন্ত্রণালয় নিশ্চিত করবে, এসব হাজি যেন নিরাপদ, স্বাচ্ছন্দ্য এবং সম্মানের সঙ্গে সৌদি আরবে অবস্থান করতে পারেন।
ইরানের পরিস্থিতি স্বাভাবিক হওয়া কিংবা দেশে ফিরে যাওয়ার পরিস্থিতি যতদিন না হয়- ততদিন হাজিরা সৌদিতে থাকতে পারবেন। ইরানি হাজিদের জন্য মন্ত্রণালয়ের তরফে বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম হলে সব মুসলমানের জীবনে অন্তত একবার সম্পন্ন করা ফরজ। এ বছর সারা বিশ্ব থেকে ১.৬ মিলিয়নেরও বেশি মুসলমান হজপালন করেছেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ