বৈষম্যবিরোধী আন্দোলনে সিএনজি অটোরিকশা চালকের ওপর হামলা মামলার আসামি দেলোয়ার হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। সোমবার (১২ মে) রাতে বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার উপ-পরিদর্শক মোহাম্মদ শাহজাহান।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের ইসলাম বাপের বাড়ির মৃত আব্দুস ছালামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট সন্ধ্যা ৬ টার দিকে নগরীর বহদ্দারহাট মোড়ে ছাত্র জনতার চলমান আন্দোলনে সিএনজি অটোরিকশা নিয়ে পুলিশ বক্সের সামনে দিয়ে যাওয়ার সময় গ্রেপ্তারকৃত আসমিসহ পলাতক আসামি মহিউদ্দিন ফরহাদের নেতৃত্বে হামলা ও গুলি করা হয়। এতে সিএনজি চালক কোমড়ের ডানপাশে গুলিবিদ্ধ হন। পরে সেখানে থাকা উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পূর্বকোণ/আরআর/পারভেজ