চট্টগ্রাম শনিবার, ১৪ জুন, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে অপহৃত শিশু ঢাকা থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রামে অপহৃত শিশু ঢাকা থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২৫ | ৩:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে অপহৃত ৯ বছরের শিশু কন্যাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনায় জড়িত মূল আসামি জামাল মাতবরকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (১২ মে) রাত ১১টায় ঢাকার মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। 

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।

তিনি জানান, গতকাল বিকাল ৩ টায় তার ৯ বছরের নাতনীকে নিয়ে শব্বত আলী সুনামগঞ্জ থেকে তার মেয়েকে খালেদা বেগমের বাসায় যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছান। নামার পর মোবাইলে চার্জ না থাকায় জামাল মাতবর নামের এক ব্যক্তির কাছ থেকে মোবাইল চার্জারের জন্য সাহায্য চান। এসময় জামাল তাকে নিয়ে নুপুর মার্কেটে একটি ফোন সার্ভিসিংয়ের দোকানে নিয়ে গিয়ে কৌশলে তার নাতনিকে নিয়ে পালিয়ে যান। এরপর তিনি নাতনীকে খুঁজে না পেয়ে মেয়ে খালেদা বেগমকে জানালে। খালেদা বোনের মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেন থানায় । পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মতিঝিল এলাকা থেকে জামাল মাতবরকে গ্রেপ্তার করেন এবং অপহৃত ওই শিশুকে উদ্ধার করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট