চট্টগ্রাম বুধবার, ১৮ জুন, ২০২৫

ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র ২য় জানাজা শেষে দাফন সম্পন্ন
ড. আ জ ম ওবায়েদুল্লাহর জানাজা, ইনসেটে কবর

ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র ২য় জানাজা শেষে দাফন সম্পন্ন

বিজ্ঞপ্তি

১২ মে, ২০২৫ | ৪:২৭ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহকে ভোলার চরফ্যাশন কারামতিয়া কামিল (এমএ) মাদ্রাসা ময়দানে ২য় নামাজের জানাজা শেষে দাফন করা হয়েছে। রবিবার অনুষ্ঠিত দ্বিতীয় জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

এর আগে, গত শনিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি।

মরহুম ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র দ্বিতীয় জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুর হক, ভোলা জেলা সেক্রেটারি হারুনুর রশিদ, মরহুম ড. আ জ ম ওবায়েদুল্লাহ বড় ছেলে মুসান্নাহ প্রমুখ।

উক্ত জানাজায় আরও উপস্থিত ছিলেন ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র পিতা মোজাম্মেল হক, দেশীয় সাংস্কৃতিক সংসদের অফিস সম্পাদক মুনিরুল ইসলাম, দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পী কল্যাণ ও দাওয়া বিভাগীয় দায়িত্বশীল রফিকুল হায়দার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর সভাপতি আব্দুল্লাহ আল আমিন, চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন, ভোলা জেলা ছাত্রশিবিরের সভাপতি জসিম উদ্দিন, দেশীয় সংসদ চট্টগ্রাম অঞ্চল দায়িত্বশীল ও সিসিএ সভাপতি সেলিম জামান, চকবাজার থানা জামায়াতের সেক্রেটারি সা’দুর রশিদ চৌধুরী, হারুন হাওলাদার, সিসিএর নির্বাহী পরিষদ সদস্য আরিফ বিল্লাহ প্রমুখ।

জানাজা শেষে ড. আ জ ম ওবায়েদুল্লাহকে আদর্শ পাড়া মোক্তাদির মোল্লা মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুকালে ড. আ জ ম ওবায়েদুল্লাহ রেখে গেছেন বাবা-মা, স্ত্রী, তিন ভাই, চার বোন, দু’ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, ভক্ত অনুরক্তসহ অসংখ্য গুণগ্রাহী। যারা স্মরণ করছে তার অসাধারণ অবদানকে।

 

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট