চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

সর্বশেষ:

শাহ আমানতে ৩০ হাজার দিরহাম ও ১০টি মোবাইলসহ যাত্রী আটক
আটক যাত্রী সাঈম নওয়াজ

শাহ আমানতে ৩০ হাজার দিরহাম ও ১০টি মোবাইলসহ যাত্রী আটক

অনলাইন ডেস্ক

১১ মে, ২০২৫ | ১১:০৬ অপরাহ্ণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ হাজার দিরহাম, ১০টি মোবাইল ফোন ও ৪৬ কেজি সুতাসহ মো. সাঈম নওয়াজ নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। রবিবার (১১ মে) বেলা ২টা ৫০ মিনিটে বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ আন্তর্জাতিক বর্হিগমন ৭ নম্বর গেইটে তল্লাশি করে তাকে আটক করে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আটক মো. সাঈম নওয়াজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৪ নং ওয়ার্ডের ছমদর পাড়ার সরোয়ার কামালের ছেলে। তিনি বিকেল সাড়ে তিনটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই যাচ্ছিলেন।  

 

জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান,  সাঈম নওয়াজ ৩০ হাজার ইউএই দিরহাম (প্রতি দিরহাম ৩৩ টাকা দরে ৯ লাখ ৯০ হাজার টাকা যা ৮১৮২ মার্কিন ডলারের সমতুল্য), ১২ লাখ ৪০ হাজার টাকা দামের ১০টি মোবাইল ফোন (আইফোন ও স্যামসাং ব্র্যান্ডের) এবং ২ লাখ টাকার ২ কার্টন সূতা ব্যাগেজে লুকিয়ে রেখেছিলেন। উদ্ধার করা বৈদেশিক মুদ্রা, মোবাইল ফোন ও সূতার কার্টন বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই যাত্রী একবারে সরকার নির্ধারিত পরিমাণ বৈদেশিক মুদ্রার (৭ হাজার ইউএস ডলারের সমতুল্য) বেশি পাচারের চেষ্টা করায় তার কাছে থাকা সব বৈদেশিক মুদ্রা ডিএমমূলে আটক করা হয়েছে।

 

বিমানবন্দর কাস্টমস কর্তৃক যাত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ে ফৌজদারি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি ফ্রিকোয়েন্টলি মধ্যপ্রাচ্যে যাতায়াত করে থাকেন।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট