চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী বাজারে প্রেমের ফাঁদে ফেলে সবকিছু হাতিয়ে নিয়ে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যার ৮ ঘণ্টার মধ্যে মূলহোতাকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছে সিএমপির জনসংযোগ শাখা। ভিকটিম রনজিৎ দত্ত নিলক (৫৪) একটি বেসরকারি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিপণন বিভাগের কর্মকর্তা।
গ্রেপ্তাররা হচ্ছে- হত্যার মূলহোতা রুনা আক্তার প্রকাশ পিংকি (৩৫) ও তার সহযোগী কথিত স্বামী ইব্রাহীম খলিলুল্লাহ প্রকাশ মিজান (৫০)।তারা পাহাড়তলি বাজারের সুলতান ভবনের ভাড়াটিয়া রুনা আক্তার।
পূলিশ জানায়, গত শনিবার (১০ মে) সকাল সাড়ে আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে এক পথচারী ডবলমুরিং থানায় জানায় পাহাড়তলী বাজারের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পাশে সুলতান সাহেবের এক তলা বিল্ডিংয়ের ছাদে ১ জন অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ পড়ে আছে। পরে ডবলমুরিং থানার এসআই শহিদুল কবির সোহাগ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ উদ্ধার করেন।
অন্যদিকে শুক্রবার (৯ মে) বিকেল থেকে রনজিৎ দত্ত নিলককে (৫৪) খুঁজে না পেয়ে তার স্ত্রী শিপ্রা মজুমদার (৪৯) পাহাড়তলী ও আকবরশাহ থানায় যোগাযোগ করে জানতে পারেন যে, ডবলমুরিং থানা পুলিশ কর্তৃক এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধারের সংবাদ । উক্ত সংবাদের ভিত্তিতে ভিকটিমের পরিবার ডবলমুরিং মডেল থানায় এসে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহটি তাদের বলে সনাক্ত করেন। পরে তিনি বাদী হয়ে শনিবারই ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ক্লুলেস এই মার্ডার মামলার তদন্তে নামে পুলিশ, বিশ্বস্ত সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মামলা রুজু হওয়ার ৮ ঘন্টার মধ্যে আর হত্যার আনুমানিক ২৪ ঘণ্টার মধ্যে শনিবার রাত ১১টার সময় হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামি রুনা আক্তার প্রকাশ পিংকি প্রকাশ বিলুকে (৩৫) নগরীর পাহাড়তলী এলাকার বাসা হতে গ্রেপ্তার করেন। পরে আসামি রুনা আক্তারের দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার তার সহযোগী আসামী কথিত স্বামী ইব্রাহীম খলিলুল্লাহ প্রকাশ মিজানকে(৫০) নগরীর দেওয়ানহাট এলাকা হতে গ্রেপ্তার করেন।
আসামিদ্বয় জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ভিকটিম রনজিৎ এর সাথে সম্পর্কের জেরে ৯ মে বিকাল ৫টার সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে বাসায় ডেকে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পাশের একটি বিল্ডিংয়ের ছাদে ফেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করে।
পূর্বকোণ/রাজীব/পারভেজ