২৪ ঘণ্টায় চট্টগ্রামে আওয়ামী লীগের ৫২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ২৬ মার্চ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখা হতে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে বলে জানানো হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ