চট্টগ্রাম সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সর্বশেষ:

রিয়াজউদ্দিন বাজারে কাপড়ের গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক

৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের পুরোনো জলসা মার্কেটে কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু কাপড় পুড়ে যায়।

 

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে গুদামটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, চন্দনপুরা ও লামারবাজার স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সাততলা ভবনের দ্বিতীয় তলার ওই গুদামে পোশাক কারখানার মালামাল ও ঝুট ছিল।

 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। সরু গলি ও ছোট সিঁড়ি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট