চট্টগ্রাম রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৫ জনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

৬ ডিসেম্বর, ২০২৪ | ১১:১৩ অপরাহ্ণ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অনুপম সেনসহ পাঁচজন শিক্ষক।

 

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইফতেখার মনির।

 

পদত্যাগ করা অন্যরা হলেন- উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার অধ্যাপক ড. তৌফিক সাঈদ, ছাত্রকল্যাণ ও এইচআর পরিচালক খুরশিদুর রহমান ও প্রক্টর আহমদ রাজিব।

 

তিনি বলেন, উপাচার্য অনুপম সেন বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন। এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে উপ-উপাচার্য ও ট্রেজারার পদত্যাগ করেছেন।

 

জানা গেছে, এর আগে গত দুইদিন উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে বুধবার থেকে তিনটি ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা।

 

জানা গেছে, ৫ আগস্টের পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তার পদত্যাগের ব্যাপারে আন্দোলন করে আসছিল। তবে বিএনপির একজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় তিনি ঐ পদে আসীন ছিলেন। পরে বৈষম্যবিরোধী ছাত্রদের তোপের মুখে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগে বাধ্য হন তিনি।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট